চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
জামালপুরে মেলান্দহ উপজেলায় নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হওয়া ৪ যুবককে আদালতে পাঠিয়েছে মেলান্দহ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বাঘাডোবা এলাকার ছাইদুল ইসলাম (২৬) দেওলাবাড়ী এলাকার শাকিল মিয়া (২২) পৌর এলাকার শান্ত রহমান কমল (২৮), ও নূরনবী (২৩)।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন,'ছাগল চোরের অপরাধে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। তাঁদের নামে চোরের একাধিক মামলা রয়েছে। নেশার টাকার জন্য তাঁরা ছাগল চুরি করে। চার জনেই মাদক সেবন করে।