মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটি’র সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে কার্যকরী কমিটি’র সভা অনু্ষ্ঠিত হয়। সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডঃ রাশেদুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল,শফিউল আলম, রায়হান রহমতুল্ল্যাহ রিমু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সহ প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, উপ দপ্তর সম্পাদক কামরুল হাসান, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সমন্বকারী মারুফুর রহমান সুমন,
উপজেলা কৃষকলীগের সভাপতি শামিম আহম্মেদ দুদু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী আক্তার মমতা, তাতীঁলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু, মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ,ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ সহ উপজেলা ও সহযোগী সংগঠন এবং যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়নের দায়িক্তপ্রাপ্তদের পরিচয় করিয়ে দেওয়া হয়।