রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
জামালপুর বকশীগঞ্জের বাট্টাজোড় নতুন বাজার আজমীরগঞ্জে হযরত খাজার বশীর (রহ,) এর সুযোগ্য দৌহিত্র এবং হযরত শহীদ খাজা এর জৈষ্ঠ বড়পুত্র আধ্যাত্মিক পুরুষ মানব দরদী ডক্টর ডাঃ খাজা নাসীরুল্লাহ্ স্মরণে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১০ই জুলাই রোজ সোমবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত গরিব অসহায়দের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চশমা বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় কাজ করেছেন, ডাক্তার কে জামান (বি এন এস বি) চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ।
ডাঃ ইফফাত আরা প্রিয়া মেডিকেল অফিসার এর সঙ্গে আলাপকালে জানা যায়
আজ তিনশ রোগীকে আউটডোরে সেবা প্রদান করা হয়েছে তার মধ্যে ৭৫ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে ৬৪ জন কে চশমা প্রদান করা হয়েছে আর বাকি রোগীদের কে প্রেসক্রিপশন এর মাধ্যমে ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ মিডিয়া গ্রুপের সকল সাংবাদিকবৃদ্ধ।