বেলাল হোসেন শান্ত (জামালপুর)
জামালপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে মারধর সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকমান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।লোকমান হোসেন পৌর এলাকার চন্দ্রা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, তার ৫০ শতাংশ জমি লোকমানের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করায় গত ৯ জুলাই রাতে লোকমান হোসেন তার বাড়িতে প্রবেশ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রী রাবিয়া বেগমকে মারধর করে। এ সময় বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রীকে হত্যার হৃমকি দেয় লোকমান।
সংবাদ সম্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক তার নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর সবুর সহ আব্দুর রাজ্জাকের স্বজনরা উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লোকমান হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কে তিনি চিনেন না।