রাহিন হোসেন রায়হান (বকশীগঞ্জ প্রতিনিধি)
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জানকিপুর নতুন বাশঁকান্দা এলাকায় বসত বাড়ী ভাংচুর, সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন মোঃ আশরাফ মন্ডল (৪১)।
মঙ্গলবার ১৮ জুলাই সকাল দশটায় নিজ বাড়িতে মোঃ আশরাফ মন্ডল সংবাদ সম্মেলনে বলেন "আমি একজন সহজ সরল লোক৷ অপর দিকে আমার বাড়ীর আশে পাশে বিবাদীরা এলাকার কলহপ্রিয়,নেশাগ্রস্ত, খারাপ শ্রেণীর লোক। বিভিন্ন সময় বাড়ির আশেপাশে আসিয়া নেশা করে। আমি বিষয়টা জানার পর তাদের নিষেধ করি। তারপর থেকে বিবাদীগন আমার পরিবারের ক্ষতি করার জন্য সুযোগ খুজিতে থাকে। বিবাদীরা আমার সীমানায় দা,লাঠি নিয়ে আসিয়া আমাদের উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। আমি নিষেধ করিলে বিবাদীরা আমাদের মারার জন্য আক্রমণ করে। তখন আসামীরা আমাদের হুমকি দেয়,আমাদের খুন করে গুম করিয়া ফেলবে। আমাদের মিথ্যা মামলা দিয়ে জেল হাজত বাস করাইবে। রাস্তা ঘাট হাট বাজারে পাইলে জীবনের তরে শেষ করিবে।আমার ঘরে আমার স্ত্রী ও তিন সন্তান রহিয়াছে। তাহারা যেকোনো সময় যেকোনো ধরনের অঘটন ঘটাইয়া বড় ধরনের ক্ষতি করতে পারে"
আমরা আসামীদের ভয়ে বর্তমানে আতংকে অবস্থান করিতেছি। তাই আপনাদের সহযোগিতা চাই। তারা প্রশাসনের কাছে এবং সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন জানায় বিষয়টা সুরাহা হওয়ার জন্য। এই ব্যাপারটি নিয়ে ভুক্তভোগী পরিবার এখন ভীতিকর অবস্থায় রয়েছে।