রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। “উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বকশীগঞ্জে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।দেশব্যাপী বিএনপি- জামায়াতের নৈরাজ্য,সন্ত্রাস, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় বকশীগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামীলীগ।
পূর্ব প্রস্তুতি অনুযায়ী বুধবার বিকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর শহরের ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। বেলা ৫ টার দিকে বাদ্যযন্ত্র নিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য এক উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের নেতৃত্বে মিছিলটি কলেজ মোড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উন্নয়ন শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীরা ঢাক ঢোলের তালে তালে নেচে গেয়ে আনন্দ উৎসব করে।
উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম,সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম,পৌর মেয়র যুবলীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হুমায়ুন কবির, শ্রম বিষয়ক সম্পাদক মিষ্টার রানা, উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী,উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজী, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম,সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ,সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা,সাধারণ সম্পাদক মিষ্টার আলী,যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, হাশেম মোল্লা, মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সানী,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।