নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলা ও বারইয়ার হাট পৌরসভার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নুরুল আমিন চেয়ারম্যান।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, মামলা হামলা করে আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। এই ভোট চোর সরকারের পতন ঘটিয়ে একদফার আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, ২নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, ২নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইঁয়া, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোঃ ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজি, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, ২নং হিংঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবলু,২নং হিংঙ্গুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন সহ ৩৩ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় গায়েবী মামলা দায়ের হয়েছে।
মিথ্যা,ভিত্তিহীন এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,চট্টগ্রাম -১মিরসরাই আসনের বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব নুরুল আমিন।
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।