মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
আজ শুক্রবার জামালপুরের মাদারগঞ্জে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনু্ষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ৬ বারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব মির্জা আজম এমপি। খেলার শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র শওকত আলী। সঞ্চালনায় সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার। আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ মাদারগঞ্জ শহর শাখা।
ধারাভাষ্যকারে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন হাসান। সার্বিক সহযোগীতায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি। উক্ত ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব দৌলত জামান দুলাল, মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মাদ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুন কুমার সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, শফিউল আলম ও রায়হান রহমতুল্ল্যাহ রিমু, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুর রহমান উজ্জল,সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, উপ দপ্তর সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
খেলা পরিচালনায় ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, মাদারগঞ্জ আশেক মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষক মোবারক হোসেন লাভলু তালুকদার। মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন মাদারগঞ্জ শহরস্থ ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ ফুটবল একাদশ বনাম ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ ফুটবল একাদশ। টাইব্রেকারে ০২ গোলে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ ফুটবল একাদশ কে হারিয়ে খেলায় চ্যাম্পিয়ন হয় ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ ফুটবল একাদশ। পরে অতিথিরা উভয় দলকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরস্কার তুলে দেন। ৩নং ওয়ার্ড ছাত্রলীগ ফুটবল একাদশের টিম ম্যানেজার শহিদুল ইসলামসহ খেলোয়াড়রা চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহন করেন এবং ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ ফুটবল একাদশের টিম ম্যানেজার আজিজুল বারী আজমসহ দলের খেলোয়াড়বৃন্দ রানার্সআপ পুরস্কার গ্রহন করেন।