মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন মীর জাফরদের উত্তরাধিকারী বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর ক্ষমতাপ্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু কে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা নুরুন্নাহার মির্জা আবুল কাসেম অডিটোরিয়াম হলরুমে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন জিয়াউর রহমান ক্ষমতা দখল করে আওয়ামীলীগ কে নিশ্চিহ্ন করার চেষ্টা করছিলেন। সারা বাংলাদেশে শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তার মধ্যে অন্যতম পদ্মা সেতু, মেট্রোরেল,ফ্লাইওভারসহ তথ্য প্রযুক্তি দিক থেকেও বাংলাদেশ অনেক দুর এগিয়েছে ।
শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জায়গায় গেলে মনে হয় যেন আমরা বিদেশে আছি।উন্নয়নে দেশের চিত্র পাল্টে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না এটা ডলার সাশ্রয় করার জন্য করা হচ্ছে।
মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জীবন কৃষ্ণ সাহা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাঃ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির ও আলহাজ্ব দৌলত জামান দুলাল প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, তাবিবুর রহমান সুরুজ, এস এম রেজাউল করিম, ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, আজহারুল ইসলাম বিএসসি, মোস্তাফিজুর রহমান সাজু, শামছুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, শফিউল আলম, রায়হান রহমতুল্যাহ রিমু সহ উপজেলা শহর,ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।