মোঃ হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুরে মেলান্দহ পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা ২২ জুলাই সকাল ১০ টার সময় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, মেলান্দহ - মাদারগঞ্জের বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব মির্জা আজম এম পি।
মেলান্দহ পৌর আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
উক্ত বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ।