ছবিঃ প্রতীকী
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে নিসা বেগম(২৪) নামে এক গৃহবধূ’র রহস্যজনক মৃত্যু হয়েছে ।
শনিবার সকাল সাড়ে ১০ টায় ১০০ শয্যা বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। সে উপজেলার চারপাকেরদহ ইউনিয়নের বীরপাকেরদহ এলাকার আতিকুর রহমানের স্ত্রী। মাদারগঞ্জ পৌরসভার মিয়া বাজারের দক্ষিন পার্শ্বে লেবু’র মেয়ে। জানাগেছে আতিক ও নিসা’র প্রেমের সম্পর্ক ছিল এ সুবাদে তাদের সম্পর্ক অটুট রাখতে পারিবারিকভাবে বিবাহ সম্পুন্ন হয়। আতিকের আরাব নামে ২ বছর বয়সী ১ টি ছেলে সন্তান রয়েছে । এ ব্যাপারে নিহত নিসা’র দেবর মানিক জানান আমার ভাবি অসুস্থ্য ছিল আমরা হাসপাতলে নিয়ে আসি এবং ডাক্তাররা মৃত বলে জানান।
নিহত নিসা’র জ্যাঠা, লিজু জানান সকাল সাড়ে ৮ টার সময় আমার ভাতিজির সাথে মোবাইলে কথা হয়েছে তারা স্বামী,স্ত্রী আমাদের বাড়িতে সকালেই আসার কথা ছিল।
নিহত নিসা’র বাবা লেবু মিয়া জানান ২ দিন আগে আমার মেয়ে জামাই এর সাথে ঝগড়াঝাঁটি ছিল। এ ব্যপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ জাহিদুর রহমান জানান ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার ১/২ ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। গলায় দাগের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে, স্বাভাবিক নয় অস্বাভাবিক মৃত্যু । এ ব্যাপারে মাদারগঞ্জ সার্কেল এএসপি বাবু স্বজল কুমার সরকার জানান গৃহবধূ নিসা’র মৃত্যু টা সন্দেহজনক সেহেতু পোস্টমর্টেম করতে হবে এবং রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।