ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে সাবেক মেম্বার জহুরুল ইসলাম খুনের মামলায় প্রধান আসামী বর্তমান মেম্বার উজ্জল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকালে র্যাব-১৪ টিম জামালপুর থেকে উজ্জল মেম্বারকে গ্রেফতার করে। সে জোড়খালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার। এ ঘটনায় জড়িত সন্দেহে মোট ৮ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লখ্য যে, গত শনিবার রাত আনুমানিক ১২ টায় ফুলজোড় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা পিছনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গত রোববার বিকালে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদল প্রামাণিক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামী করে মামলা করেন তিনি। মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক উজ্জল মেম্বারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বৃহস্পতিবার বেলা ১১ টায় জামালপুর কোর্টে পাঠানো হয়েছে তাকে।