ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারগঞ্জ উপজেলা শাখা র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে ।
রোববার বিকাল পৌনে ৫ টায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা মোশারফ হোসেন বাদল ও রায়হান রহমতুল্ল্যাহ রিমু প্রমূখ।
এসময় উপজেলা,শহর,ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন মাদারগঞ্জের কোথাও বিএনপি- জামাত নৈরাজ্য ও ষড়যন্ত্র করার চেষ্টা করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।