ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের কুশল নগর গ্রামের দশানী নদীর ভাঙ্গন হতে রক্ষাকল্পে পানি উন্নয়ন বোর্ড জামালপুর কর্তৃক, জিও ব্যাগ দ্বারা অস্থায়ীভাবে জরুরী ভিত্তিতে প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন, জনাব আবুল কালাম আজাদ এমপি (সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি) বাংলাদেশ জাতীয় সংসদ।
মঙ্গলবার (১আগস্ট) সকাল দশটায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জনাব আবুল কালাম আজাদ এমপি।
উক্ত অনুষ্ঠানে, এলাকার জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাদের দুঃখ দুর্দশা কথা তুলে ধরেন এবং এমপি মহোদয়ের কাছে বিনীত দাবি জানান ২০০ মিটার কাজের পরে যেন বাকি আরো ৩০০মিটার কাজ সমাপন্ন করা হয়। তারা আরো জানায় এই দুঃসময়ে এমপি মহোদয়ের হস্তক্ষেপের কারণে কাজটি আরো সহজ হয়েছে এজন্য তারা তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বকশীগঞ্জে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন আবুল কালাম আজাদ এমপি।
উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে ছিলেন, লুৎফুন নাহার (উপজেলা নির্বাহী অফিসার )বকশীগঞ্জ, জামালপুর। বিশেষ সঞ্চালনায় ছিলেন, মোশারফ হোসেন মিরাজ (উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক)। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুর রউফ তালুকদার (চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা পরিষদ)। রফিকুল ইসলাম (পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জামালপুর)। মোঃ আতাউর রাব্বি (সহকারী কমিশনার ভূমি) বকশীগঞ্জ। জনাব ইসমাইল হোসেন বাবুল তালুকদার (উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), সাখাওয়াত হোসেন সাকা(সহ-সভাপতি), আগা সাইয়ুম (যুগ্ম সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট ইসমাইল সিরাজী (উপজেলা আওয়ামী লীগের সদস্য)।
পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান সজীব এন্টারপ্রাইজ ৬০ লক্ষ টাকা ব্যয়ে নদী ভাঙ্গন রোধে ২০০ মিটার পর্যন্ত তের হাজার পাঁচশ জিও ব্যাগ স্থাপন করবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।