হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন (৩) দিনব্যাপী জামালপুরের মেলান্দহে ১লা আগস্ট ২০২৩ ইং বেলা ১১ টায় উপজেলা ঈদগাহ মাঠে কৃষি মেলার উদ্বোধন করেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান ।
এসময় কৃষি মেলায় বিভিন্ন দেশীয় ও বিদেশি প্রজাতীর গাছের ১৩ টি স্টল দেখা যায়। কৃষি মেলা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন - উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল ।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং মাহমুদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সহ কৃষি উপসহকারী বৃন্দ।
মেলায় আগত দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।