ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২ ঘটিকায় পৌরসভার হলরুমে শুরুতেই পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্য দিয়ে বাজেট সভা অনু্ষ্ঠিত হয়। পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা। আর এ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সরকারের মাদারগঞ্জ পৌরসভাকে শক্তিশালী ও আধুনিক পৌরসভা গঠণে সকল উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে তৃণমূল পর্যায়ের জনগনকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়নই এ বাজেট সভার উদ্দেশ্য। জনকল্যাণমুখী এ বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
জনকল্যাণমুখী প্রস্তাবিত এ বাজেট তুলে ধরেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। বাজেট সভা পরিচালনা করেন মাদারগঞ্জ পৌরসভার নির্বাহি কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ শামিম আহম্মেদ দুদু, কাউন্সিলর নজরুল ইসলাম, হাসানুজ্জামান সাগর, হানিফ উদ্দিন, মহিলা কাউন্সিলর ফাহিমা বেগম প্রমূখ। এ সময় মাদারগঞ্জ পৌরসভার প্রকৌশলী জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী পারেক আহম্মেদ, হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন সুজন সহ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সর্বমোট আয় ধরা হয়েছে ৪,৪০,৬৪,৩২২,০০/- (চার কোটি চল্লিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত বাইশ টাকা মাত্র ও ব্যায় ধরা হয়েছে ৩,৮২,৯৫,০০০,০০/- ( তিন কোটি বিরাশি লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র। সর্বমোট প্রস্তাবিত বাজেট একান্ন কোটি ষাট লক্ষ ঊনষাট হাজার তিনশত এগার টাকা মাত্র।