ছবিঃ চ্যানেল ১১ নিউজ
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ের ধুমঘাটে জ্বরে আক্রান্ত হয়ে চার দিনের মাথায় মৃত্যু হয়েছে মোহাম্মদ সাঈফ উদ্দিন সাইমন (১৭) নামে এক শিক্ষার্থীর।
বুধবার (২ আগস্ট) সকাল ৭টায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাইমন উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের সাহেবদী নগর আজিম মিঝি বাড়ির মোহাম্মদ সেলিম ও বিবি সুরমার একমাত্র ছেলে। তিনি হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাশ করেছেন।
ওই এলাকার বাসিন্দা ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান জানান, সাইফ আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই ছিল। চার দিন আগে তার জ্বর হয়। এর পর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টায় মারা যায়।
তিনি আরো বলেন, সাইফ এবার এসএসসি পাশ করেছে। ধুমঘাট হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে ৩.৩৩ পেয়েছে। তার বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরবে। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেল।
জানা গেছে, সাইফ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি স্বেচ্ছসেবী ব্লাড ব্যাংক মানব কল্যান ফাউন্ডেশন ইছাখালী ইউনিয়ন শাখার সদস্য সচিবের দায়িত্বরত ছিলেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসাবিক মেডিক্যাল অফিসার ডা. মো: নাছির উদ্দিন জানান, সাইফ নামে ওই রোগীর রিপোর্ট দেখে বুঝা যাচ্ছে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। সাধারণত ১২ থেকে ১৮ বছরের ছেলে-মেয়েদের এ ধরনের জ্বর বেশি হয়। শরীরের রক্তের স্বাভাবিক চলাচল সাময়িক বাধা হয়ে মস্তিস্কে রক্তক্ষরণ, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়।