ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে জহুরুল মেম্বারকে নৃশংস হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসী'র দাবীতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জোড়খালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মাদারগঞ্জ উপজেলা চত্বরে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম খান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল হক মাফু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আঃ হাই সরদার ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, ইউনিয়ন শ্রমিকলীগনেতা হুমায়ুন কবির ও গোলাম মোস্তফা মেম্বার প্রমূখ। বক্তারা গ্রেফতারকৃত আসামীদের ফাঁসী'র দাবী জানান।
উল্লেখ্য যে, গত ২২ জুলাই আনুমানিক রাত ১২ টায় জোড়খালী ইউনিয়নের সাবেক মেম্বার জহুরুল ইসলামকে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করে পুলিশ ।