ছবিঃ চ্যানেল ১১ নিউজ
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে হত্যা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল আলম চৌধুরী’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার (৩১ জুলাই) রাতে মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল আলম চৌধুরী (৫৫) সাহেরখালী ইউনিয়নের মধ্যম সাহেরখালী তাজুল ইসলামের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা যায়, ২০১৮ সালে বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে হত্যা এবং গুরুত্বর আহত করার দায়ে আসামী সাইফুল আলম চৌধুরী এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মামলা নং-৩১(০৫)২০১৮ ধারা ৩০৪/৩৩৮ পেনাল ১৮৬০ রুজু হয়। মামলা দায়েরের পর হতে আসামী সাইফুল আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামী সাইফুল আলম চৌধুরী এর অনুপস্থিতিতে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
র্যাব-৭, চট্টগ্রাম সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, আসামী সাইফুল আলম চৌধুরী চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মিঠাছড়া এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৩১ জুলাই রাতে তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী সাইফুল আলম চৌধুরী (৫৫),কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৫ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।