ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুরের মেলান্দহ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট সকাল ১১ টার সময় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ বলেন, ‘স্মাট বাংলাদেশ বিনির্মাণে” মেলান্দহ উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা চাই।,
পরিচিতি ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ , মেলান্দহ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী , মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ জমাল প্রমুখ।