ছবিঃ চ্যানেল ১১ নিউজ
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ঢাকা থেকে রওয়ানা হয়ে শত কিলোমিটার পাড়ি দিয়ে নিজ এলাকায় মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাহিদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার বক্তা মিঝি বাড়ির মরহুম আইয়ুব আলম মেম্বারের ছেলে।
এ ঘটনায় তার আরেক বন্ধু মোটর সাইকেল চালক ইকবাল হোসেন (২৪) আহত হয়েছেন।
সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু বলেন, নাহিদ ঢাকায় এসি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) ছুটিতে তার বন্ধু ইকবালের মোটরসাইকেলে করে বাড়িতে আসছিল। পথে মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে চাপা দিলে আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তাকে (নাহিদ) এবং তার বন্ধুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার বন্ধু ইকবাল চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, গত সাত থেকে আট দিন আগে তার (নাহিদ) বাবা আইয়ুব আলম মেম্বার মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।