ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাফি চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
অনেক বছর পর প্রবাস থেকে নিজ দেশে ফিরছেন ফটিকছড়ি মাইজভান্ডার এলাকায় ,মন প্রাণ পড়ে আছে আপনজনদের কাছে।
আজ শনিবার সকালে চট্টগ্রাম বিমান বন্দরে নেমে একটি প্রাইভেট কার যোগে পোর্ট লিং রোড হয়ে সকাল সাড়ে ১০ টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজ অতিক্রম করা কালে হঠাৎ এক ছাত্র রাস্তা পার হতে দৌড় দেয়,এসময় কারটি কড়া ব্রেক করে,পাশে থাকা আরেকটি লম্বা লড়ি ভ্যান ও কড়া ব্রেক করলে উক্ত লড়িটি কারের উপর কাৎ হয়ে পড়ে যায়,এতে কারটি চ্যাপ্টা হয়ে গেলেও প্রাণে বেঁচে থাকা যাত্রীরা বাচাঁও বাচাঁও চিৎকার করতে থাকলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পুলিশ এসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কে খবর দেন,তারা ক্রেন এনে কাভার্ড ভ্যানটি সরিয়ে কার যাত্রীদের কে আহত অবস্হায় মোট পাচঁ যাত্রীদের উদ্ধার করে তাদের কে দ্রুত নগরীর একে খানস্থ আল আমিন হাসপাতালে ভর্তি করেন।
যাত্রীরা সবাই আশংকামুক্ত।
কুমিরা ফায়ার সার্ভিস এর টিম লিডার মোস্তাফিজুর রহমান জানায়, লড়িটি কিছুটা আস্তে পড়াতে কারটি চ্যাপ্টা কম হয়েছে ফলে আল্লাহর রহমতে যাত্রীরা বেচেঁ গেছেন। এসময় উপস্থিত সকলেই বলতে থাকেন " রাখে আল্লাহ
মারে কে?" প্রাইভেট কার যাত্রীগন প্রবাস থেকে নিজ এলাকা মাইজভান্ডার যাচ্ছিলেন। আহত কার যাত্রীরা হলেন প্রবাসী আবু বক্কর (৪২) তাকে বিমান বন্দর থেকে নিয়ে যেতে আসা তার পিতা মুছা আহম্মদ (৬৩), বাবু বক্করের মেয়ে আবিদা আক্তার(৬) আবিলা ডাক্তার(৩), ও ড্রাইভার বেলাল(৩২)।
তারা সবাই মাথায় আঘাত পেয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানায়,তবে সবাই আশংকামুক্ত।