ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ)
জামালপুর জেলার বকশীগঞ্জ থানা থেকে বিদায় নিলেন কনস্টেবল দুলাল মিয়া।দীর্ঘ প্রায় ২৭ বছর পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করেছেন তিনি।
শারীরিক সমস্যার জন্য অবসর নেন এই কর্মবীর। তাঁর অবসর নেওয়ার মুহূর্ত স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ। সুসজ্জিত গাড়িতে করে সোমবার (৭ আগষ্ট) সকালে তাঁকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে থানা প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে ফুলের বিদায় জানানো হয়।
এসময় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানা ইনচার্জ (ওসি) সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার সকল পুলিশ সদস্যরা।
অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল দুলাল মিয়া বলেন "পুলিশের চাকরিতে কনস্টেবলের অবসর খুব সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয় না। কিন্তু তাঁর বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি তাঁর জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় দেওয়া হবে—এটা তিনি ভাবেননি। গ্রামের মানুষও খুব খুশি" এ জন্য তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।