ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা চত্বরে শত শত যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড,মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমান এর মরণোত্তর,৭৫-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর,২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারাল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি'র রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে এ মানববন্ধন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা ও এস এম রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সমন্বয়কারী মোশারফ হোসেন বাদল,সদস্য পুলক পারভেজ,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমসাদ আরা রেবা, মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন হাসান প্রমূখ।
মানববন্ধন শেষে ১৫ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমান এর মরণোত্তর ৭৫-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর,২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারাল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি'র নিবন্ধন বাতিলের দাবীতে উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল এর নিকট স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দরা। এ সময় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা, শহর,ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।