ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী ভাতিজার জমি জবরদখলসহ বাড়ীর রাস্তা বন্ধ করলেন চাচা রফিকুল ইসলাম।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ৩নংগুনারীতলার ইউনিয়ন এর নিশ্চিন্তপুর মৌজার ২৩১ নং খতিয়ানের ৫শ নং দাগে ১৪৬ শতাংশের কাতে ১৪ শতাংশ জমি পৈতৃক সূত্রে দীর্ঘ দিন যাবৎ চাষাবাদ করে আসছে শফিকুল । স্থানীয়সূত্রে জানাগেছে হঠাৎ করে গত শনিবার সকালে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে উপরোক্ত জমি জবরদখল করে গাছ রোপন করে এবং ঘির দিয়ে বাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় কাকনের চাচা রফিকুল ইসলাম। এ বিষয়ে ভাতিজা শফিকুল ইসলাম উরফে কাঁকন মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় বাসিন্দা আব্দুল হাই,সুরুজ্জামান বাচ্চু ও আব্দুল হালিম জানান আমরা বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি এই জমি কোরবান আলী আবাদ করছে এবং সকল কাগজপত্র আছে। কোরবান আলী মারা যাওয়ার পর তার ছেলে শফিকুল ইসলাম কাঁকন আবাদ করছে।
গত শনিবার লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে জমি জবরদখল করে গাছ রোপন করে। ঘিরে দিয়ে বাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় চাচা রফিকুল ইসলাম (৬০) ও রফিকুলের ভাতিজা কায়সার কেরামিন লিমন (৪৪) আমরা বাধা দেওয়ার পর ও তারা মানেনি। মামলার বাদী শফিকুল ইসলাম কাঁকন জানান এই সম্পত্তি আমাদের পৈতৃক সুত্রে পাওয়া যার আরওআর,সিএস,বিআরএস সকল কাগজপত্র আছে। জমি আমাদের থাকা সত্বেও জবরদখল করে গাছ লাগায় ও বাড়ীর রাস্তা বন্ধ করে দেয় এবং চাঁদা দাবী করে বর্তমানে আমরা পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জামালপুর জজকোর্টে ও মামলা চলমান রয়েছে। প্রশাসনের নিকট সু বিচার দাবী করছি। মামলার তদন্তকারী এস আই ফারুক আহম্মেদ জানান বাদীর বাড়ীতে যাতায়াতের রাস্তা ঘিরে দিয়ে বন্ধ করা দেখলাম এবং জমিতে বিবাদী পক্ষ গাছ লাগাইছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান নিশ্চিন্তপুর এলাকার শফিকুল ইসলাম জমি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ করেছেন তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।