ছবিঃ চ্যানেল ১১ নিউজ
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সহযোগীতায় বৃষ্টির পানিতে নালায় পড়ে মৃত্যু বরণ করা নিপা পালিতের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা মোহন দে, চট্টগ্রাম মহানগর শাখার অন্যতম নেতা বাপ্পি দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট - চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট- চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি উজ্জ্বল দত্ত, উত্তর জেলার সদস্য পলাশ, মহানগর শাখার সদস্য প্রান্ত বসাক, রিপন শর্মা সহ নেতৃবৃন্দ।