ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুর মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ আগস্ট বিকেলে মেলান্দহ উপজেলার ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস জঙ্গিবাদ ও মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ মতবিনিময় সভা আয়োজন করে মেলান্দহ থানা পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা প্রমুখ। সভা সঞ্চালনা ছিলেন - ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। উক্ত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন- জনপ্রতিনিধি,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।