ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের সিঙ্গাইরে পৃথক অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ কোহিনূর রহমান(৩২) ও মোঃ সুমন নামে দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ আগষ্ট) দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি ও বড়বাঁকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৪ (সিপিসি-৩)। র্যাব-৪(সিপিসি-৩) লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আরিফ হেসেন জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বলধারা ইউনিয়নে অভিযান চালানো হয়।
এসময় বড়বাঁকা এলাকা থেকে কোহিনূর রহমানকে ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এদিকে একই দিন বেরুন্ডি এলাকা থেকে মোঃ সুমনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।