ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারগঞ্জে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পলিশা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্র কমিটির আহবায়ক আজহারুল ইসলাম বিএসসি'র সভাপতিত্বে ও আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও শফিউল আলম এবং রায়হান রহমতুল্ল্যাহ রিমু, মহিলা বিষয়ক সম্পাদক লাইলী ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য মাহফুজুর রহমান ইসহাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম তালুকদার সুজনসহ উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় কেন্দ্র কমিটির সদস্য সচিব সোলাইমান প্রামাণিক, কোষাধ্যক্ষ জাফর ইকবালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।