ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুর মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা দিলালের পাড়া গ্রামের লিয়ন (৪০ ) নামে মানসিক ভারসাম্যহীন সৌদি আরব ফেরত এক ব্যক্তির ম’রদে’হ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ ।
১৩ আগষ্ট বেলা ১২ টার সময় মর’দেহ’টি মেলান্দহ থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ লিয়ন দিলালের পাড়া গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সৌদি আরব ছিলেন। সাত - আট মাস পূর্বে লিয়ন সৌদি আরব থেকে দেশে আসেন এবং দেশে এসে বিয়ে করেন। বিয়ের পর তিনি আবার সৌদি আরব চলে যান।
সৌদি আরব থাকাকালীন সময়ে লিয়ন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আত্মীয়-স্বজন তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসা ব্যবস্থা করেন। রবিবার সকালে পরিবারের লোকজন লিয়নকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গাছ থেকে ম’রদেহ’টি নামিয়ে ঘরে আনেন। মেলান্দহ থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।
মেলান্দহ থানার উপ পরিদর্শক মোঃ হান্নান বলেন- মর’দেহ’টি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ’টি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি অপমৃ’ত্যু মামলা হয়েছে।