ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের দায়ে সোহেল বাবু (২২) নামে এক যুবক কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি সোমবার (১৪ আগষ্ট) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে মিয়াপাড়ার গ্রামে ঝুমুর মিয়ার ছেলে সোহেল বাবুকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামদি সহ আটক করেন বকশীগঞ্জ থানা পুলিশ, ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে এই দন্ডাদেশ দেয়া হয়।
উক্ত ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি ) সোহেল রানা, এস আই তারেক মাসুদ, এস আই মজিবর, এস আই সালাম, এ এস আই শ্রী চিত্তরঞ্জন সহ আরো অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন
এই সময় স্থানীয় সাংবাদিকদের সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী জানান, বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে সোহেল বাবুকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।