ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকালে সদর উপজেলার বালিরটেক বাজার, সানবান্দা বাজার, লেমুবাড়ি বাজার ও পৌর কাচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আসাদুজ্জামান রুমেল বলেন, বালিরটেক বাজারের কার্তিক ষ্টোরকে দুই হাজার, রাহিমা ষ্টোরকে সাত হাজার ও সুজন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। অভিযানে জনসচেতনা মূলক প্রচুর সংখ্যক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।