ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনে- বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম খোকা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাদারগঞ্জ।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহীদে মোস্তফা মোহাম্মদ আরেফ রব্বানী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিধুলী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবব আলম মিরন।
বিশেষ অতিথির ববক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খোকা , ইন্সটাক্টর (ইংরেজি) মুশফিকুর রহমান, ইন্সটাক্টর (রসায়ন) রাজিবুর রহমান, ইন্সটাক্টর (গণিত) নাসির উদ্দিন, ইন্সটাক্টর (আরএসি) গোলাম মোস্তফা, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ সহশিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ইন্সটাক্টর (বাংলা) সাদ্দাম হোসেন। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রচনা ও চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।