ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ মাইদুল ইসলাম, জেলা প্রতিনিধি, গাইবান্দা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আঃ রউফের সভাপতিত্বে ও শিরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম,প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, গাইবান্ধা জেলা পরিষদ কর্মচারী ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন,জেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির সজল।
বক্তারা বলেন,বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন সার্বভৌমত্বের স্বাদ পেয়েছি। তাকে যারা হত্যা করলো খুব দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়া হোক।