ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা'র আয়োজনে- এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী।
অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় এ সময় অধ্যাপক,সহাকারী অধ্যাপক/অধ্যাপিকা,প্রভাষক ও শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এবং কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ করা হয়।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফিরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামালপুরের উন্নয়নের রুপকার আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয়ের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা'র সহাকারী মৌলভী মাওলানা আতাউর রহমান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে ৩০ টি প্রশ্ন সংবলিত ৩ টি গ্রুপে কুইজ প্রতিযোতা অনুষ্ঠিত হয়। কুইজ বিজয়ী প্রথম,দ্বিতীয়,তৃতীয় অর্জনকারীদের মাঝে পুরুস্কার উপস্থিত অংশগ্রহনকারী সকলকে সান্তনা পুরুস্কার দেওয়া হয়।