মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে উদ্বোধন হলো ব্যারিষ্টার কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট- সিজন ২ মাদারগঞ্জে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা উদ্বোধন করলেন ডিআইজি ড.আশরাফুর রহমান  গোপালপুরে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী গোপালপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন  টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর শফিকুল সভাপতি, শান্ত সাধারণ সম্পাদক জামালপুর জেলা দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল বৃদ্ধি বিষয়ে কর্মশালা ও গণ নাটক অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ অন্যান্য মামলায় ৪ জন আটক  শ্রীবরদী ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন কালিয়াকৈর এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর বিশ্ব মানবাধিকার দিবস পালন কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালিত

কাজে আসছে না ১৬ ইউনিয়নের কৃষি আবহাওয়া তথ্য বোর্ড

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪৯ Time View

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে অকেজো পড়ে আছে ইউনিয়ন কৃষি আবহাওয়া তথ্য বোর্ড ও রেইনগজ মিটার। বোর্ড ও মিটার স্থাপন করেই দায় সেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে মাথাব্যথা নেই উপজেলা কৃষি অফিস ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা ব্যক্তিদের। নিয়মানুযায়ী কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য বোর্ডে হালনাগাদ থাকার কথা থাকলেও উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে লাগানো বোর্ডগুলো অচল হয়ে পড়ে রয়েছে।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০১৮-১৯ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে ‘কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতীকরণ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন উপজেলায় ৪ হাজার ৫১টি ইউনিয়নে স্বয়ংক্রিয় রেইনগজ ও কৃষি আবহাওয়া তথ্য বোর্ড স্থাপন করা হয়েছে।কৃষি আবহাওয়া বিষয়ক নির্ভরযোগ্য তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানের মতো মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নে স্থাপন করা হয়েছিল কৃষি আবহাওয়ার তথ্য বোর্ড। বোর্ডে রয়েছে তিনদিন আগে ও পরের তিনদিনের কৃষিভিত্তিক আবহাওয়ার হালনাগাদ তথ্যের নানা ছক। আর ভবনের ছাদে বসানো হয়েছে রেইনগজ মিটার ও সৌর বিদ্যুতের প্যানেল। কিন্তু এসব কোনো কাজে আসছে না কৃষকদের। ব্যবহার না থাকায় অকেজো হয়ে পড়েছে তথ্য সব যন্ত্রপাতি।

প্রকল্পের আওতায় সে সময় মিরসরাইয়ের ১৬টি ইউনিয়নের প্রতিটি ইউপি ভবনের ছাদে স্থাপন করা হয়েছিল স্বয়ংক্রিয় রেইনগজ মিটার ও সৌর বিদ্যুতের প্যানেল। আর ইউপি ভবনের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছিল আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার তথ্য বোর্ড। এই বোর্ডের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, ঝড়ের পূর্বাভাস, আলোক ঘণ্টাসহ ১০টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা প্রকাশের ব্যবস্থা রয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নিয়ম অনুযায়ী, আগে ও পরের তিনদিনের কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য এই বোর্ডে হালনাগাদ থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে সেসব বোর্ডে কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। বোর্ডে যন্ত্রাংশ অচল হয়ে পড়ে আছে।

উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের গিয়ে দেখা গেছে, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার তথ্য বোর্ডের বাইরে ও ভেতরে ময়লা জমে রয়েছে। মনে হচ্ছে বোর্ডটি লাগানোর পর আর কেউ বোর্ডে হাত দেয়নি। পরিষদে আসা লোকজনও জানেন না এটা কিসের বোর্ড, কেন লাগানো হয়েছে। ওপরে ছাদে গিয়ে রেইজগজ মিটারেরও একই অবস্থা চোখে পড়ে।ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর এলাকার কৃষক নুরুল হুদা বলেন, মাঝেমধ্যে ইউনিয়ন পরিষদে কোনো কাজে গেলে দেওয়ালের সঙ্গে লাগানো একটি বোর্ড চোখে পড়ে। কিন্তু বোর্ডটি কী জন্য লাগানো হয়েছে তা জানি না।ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার কৃষক সাইফুল্লাহ বলেন, ইউনিয়ন পর্যায়ে কৃষকদের ফসল ফলানোর সুবিধার জন্য প্রতিটি ইউনিয়ন অফিসে যে আবহাওয়ার তথ্য জানাতে বোর্ড লাগানো হয়েছে সেটা তো আমরা জানতাম না। যদি এর মাধ্যমে আবহাওয়ার খোঁজ-খবর জানতাম তাহলে জমিতে ফসল উৎপাদনে সহায়ক হিসেবে কাজ করতো। এ বিষয়ে কৃষি অফিসাররাও কোনোদিন কিছু জানায়নি।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব বিকাশ ধর বলেন, তিন বছর আগে এটি স্থাপন করা হয়েছে। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা এটি অপারেট করার কথা। কিন্তু লোকজন মনে করে এটা অপারেটিং করা আমাদের দায়িত্ব। আমরা তো অপারেট করতে জানি না। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের শিখিয়ে দিতো তাহলে হয়তো অপারেটিং করতে পারতাম।

তিনি আরও বলেন, বোর্ডগুলো স্থাপন করার পর যে তারা গেলো আর দেখা মেলেনি।

মঘাদিয়া ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন চন্দ্র সেন বলেন, আবহাওয়ার তথ্য বোর্ড ও রেইনগজ স্থাপনের পর নিয়মিত আবহাওয়ার তিনদিন আগের ও পরের পূর্বাভাস জানানো হতো। এটি ছয় মাস সচল ছিল। এরপর অকেজো হয়ে যায়। এখন বন্ধ রয়েছে। এটি অপারেট করতে আমাদের স্বল্প সময়ের একটি ট্রেনিংও দেওয়া হয়। কিন্তু বন্ধ হয়ে যাওয়ায় আর চালু করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার পরিষদে স্থাপন করা আবহাওয়ার তথ্য বোর্ডগুলো কিছুটা সচল রয়েছে। কৃষি অফিসার ছাড়া মাঝেমধ্যে পরিষদের লোকজন আপডেট দিয়ে থাকেন। তবে এগুলো এনালগ বোর্ড। ডিজিটালাইজড অত্যাধুনিক বোর্ড হলে ভালো হতো।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, এগুলো আপডেট করার দায়িত্ব উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের। তাদের জন্য আমরা পরিষদের একটি রুম দিয়েছি। সেখানে থেকে তারা কাজ করবে। পরিষদে স্থাপন করা আবহাওয়ার তথ্য বোর্ড ও রেইনগজ সচল নেই। অকেজো হয়ে পড়ে রয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, কৃষকদের ফসল ফলানোর সুবিধার্থে আবহাওয়ার আগের ও পরের তিনদিনের রোদ-বৃষ্টির পূর্বাভাস জানাতে উপজেলার ১৬টি ইউনিয়নে তথ্য বোর্ড ও রেইনগজ মিটার রয়েছে। স্থাপনের পর কিছুদিন সচল থাকার পর তা নষ্ট হয়ে যায়। এরপর আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বর্তমানে রেইনগজ মিটার ও তথ্য বোর্ডের ক্রুটির কারণে নিয়মিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে কৃষকরা আবহাওয়ার তথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, এগুলোর পরিবর্তে সরকার নতুন করে ডিজিটালাইজড মেশিন স্থাপন করবে। সেসময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102