ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান।
শনিবার সকালে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার, কালী মন্দির,ঈদগাঁহ মাঠ ও মসজিদ, ফাজিলপুর কমিউনিটি ক্লিনিক ও মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা শেখ নজরুল ইসলাম ও রেজাউল সোহাগ, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, আজাদ মিয়া ও জগলুল হক রিমু মেম্বার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত শুক্রবার তিনি নিজ এলাকায় সফরে আসেন এবং শনিবার বিকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন।