ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুর মেলান্দহে বিলে গোসল করতে গিয়ে মেহেদী হাসান সৌহার্দ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ১৮ আগস্ট বিকেল বেলা মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে রৌমারি বিলে এ ঘটনা ঘটে। জানা যায় নিখোঁজ মেহেদী জামালপুর পৌর শহরের জিগাতলা গ্রামের শাহজাহান সিরাজের ছেলে।
পরিবার সূত্রে জানা যায় , মেহেদী ও তার বন্ধুরা মিলে ১৮ আগস্ট বিকেল বেলা মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে রৌমারি বিলে বেড়াতে আসে । পরে বন্ধুরা সবাই মিলে গোসল করার জন্য ব্রীজের উপর থেকে পানিতে ঝাপ দেয় এবং অন্য বন্ধুরা পানি থেকে উঠে আসলেও মেহেদী উঠতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও উদ্ধার করা যায়নি। রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আগামীকাল ১৯ আগস্ট সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন , ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস উভয় বাহিনী মিলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।