ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ্, মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত মোঃ সুলাইমান হক।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা ভূমিহীন কমান্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শনিবার সন্ধায় মিলনবাজারস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় ২ নং কড়ইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুক্তা, উপজেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসেম কাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শাহিন এবং ওবায়দুল্লাহ, আইন সম্পাদক আবু সামা, প্রচার সম্পাদক আব্দুল কাদের, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন, তাঁতীলীগের সভাপতি জিয়াউল হক, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুলাইমান হক বলেন আমি ভূমিহীন ও অসহায় মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই।