ছবিঃ প্রতীকী
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে ডেঙ্গু রোগে ১ জনের মৃত্যু, ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার উপজেলা ১০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল গিয়ে জানা যায় ৫ জুলাই/২৩ থেকে এ পর্যন্ত মোট ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। গত রোববার বেলা ১২ টায় জ্বর নিয়ে ভর্তি হয় ফাজিলপুর এলাকার ছামিউল ইসলামের মেয়ে আফিয়া (১২),টেস্টে ডেঙ্গু সনাক্ত হয় এবং অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৩ টায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় দক্ষিণ ফাজিলপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে পরিবারসূত্রে জানাগেছে। উপজেলা হাসপাতালে ১৯ আগস্টে ভর্তি হয় জুনাইল এলাকার ওয়াসিম উদ্দিনের ছেলে ওয়াদুদ(৬০), ও লেবু মিয়ার ছেলে মোশারফ(২২) ও পশ্চিম সুখনগরী এলাকার রুস্তম আলীর ছেলে ছামিউল(২২) তিনজন চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে আফিয়ার জ্যাঠা ছাইফুল জানান গত ১০ দিন যাবৎ জ্বর ছিল এবং বাড়ীতেই ঔষধ খাওয়াচ্ছিল হঠাৎ করে শরিরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় জামালপুরে নেওয়ার পথে মারা যায় আমার ভাতিজি আফিয়া। নার্স ইনচার্জ রোজিনা আক্তার জানান জ্বর এর কথা বলছে পরীক্ষা করার পর ডেঙ্গু পজেটিভ আসে।
১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থকমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় জানান আফিয়া নামে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করার পর ডেঙ্গু শনাক্ত করা হয়, চিকিৎসা চলমান অবস্থায় অবনতি হলে জামালপুরে রেফার্ড দেওয়া হয় এবং জামালপুরে নেওয়ার পথেই সে মারা যায়।