ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর-কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের ৪র্থ ব্যাচের এইচএসসি-২০২৩ (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম মিঞা। প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতা, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহাকারী অধ্যাপক ডাঃ কবীরুল হাসান বিন রকিব মুক্তা, মাহমুদপুর-কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল হাসান লুইস, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় অত্র কলেজের গণিত প্রভাষক মামুনুল ইসলাম মামুন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাজেদুল ইসলাম, একাদশ শ্রেণির পক্ষে শিক্ষার্থী জিয়াউল হক। পরে অতিথিদের মাঝে উপহার প্রদান এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়। কলেজ প্রাঙ্গনে একটি বকুল গাছ রোপন করেন প্রধান অতিথি ইঞ্জিঃ মোঃ কামরুজ্জামান।