ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ থেকে ১০০ ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ ডিবি।
মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ উপজেলার বাবুরচর রাস্তার উপর থেকে রফিকুল ইসলামকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটককৃত রফিকুল ইসলাম উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চর গোপালপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে।
গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগ ডিবি'র এস আই আছাদুজ্জামান রাসেল এর নেতৃত্বে টিমের অফিসার্স ফোর্সদের সহযোগীতায় গতকাল বিকালে বাকুরচর এলাকার পাকা রাস্তা থেকে রফিকুলকে আটক করা হয়। নিয়মিত মামলার পর জেলা গোয়েন্দা বিভাগ থেকে বুধবার তাকে কোর্টে পাঠানো হয়েছে।