ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তথ্য অফিস জামালপুর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে মাদারগঞ্জ আশেক মাহমুদ (এ এম পাইলট) উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ।
সভাপতিত্ব করেন ইউএনও ইলিশায় রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দৌলত জামান দুলাল, প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল (বিএসসি-বিএড) প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় জেলা তথ্য অফিসের উপ পরিচালক জালাল উদ্দিন।
এসময় এসিল্যান্ড আমেনা খাতুন, মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক, কাউন্সলির পুলক পারভেজ সহ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী স্থানীয় ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহযোগীতায় মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়। বক্তারা বর্তমান প্রজম্মের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধু’র আত্মজীবনী, মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।