ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল হোসেন শান্ত, জামালপুর
৪ দফা দাবীতে দেশ ব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট ও মানববন্ধন এই কর্মসূচির অংশ হিসাবে জামালপুরে জসিম উদ্দিন মেডিকেল এ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ( ম্যাটস ) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগষ্ট রোববার সকালে স্থানীয় দয়াময়ীমোড় চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন এ অনুষ্ঠানের আয়োজন করেন জসিম উদ্দিন মেডিকেল এ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ( ম্যাটস) জামালপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার -সভাপতি শেখ সিয়াম আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলামের সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ডাঃ আমিনুল ইসলাম, সভাপতি ডাঃ ফরিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
উল্লেখ্য যে,ঘন্টা ব্যাপী মানববন্ধনে ৪ দফা দাবী সমৃহ বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন (১) ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপৃর্ন কোর্স কারিকুলাম সংশোধন (২) এ্যালাইড বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন (৩) কর্ম সংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ চাই (৪) বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি এই দাবীগুলো মেনে নেওয়ার আহবান জানান বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।