ছবিঃ চ্যানেল ১১ নিউজ
উত্তম চাকমা,মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের কমিটি পুনঃ গঠন করা হয়েছে। ২৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় মহালছড়ি ২৪ মাইলের অংম্রাং রেস্টুরেন্টে মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের কমিটি পুনঃগঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিল্টন চাকমার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহাদাৎ হোসেন, সদস্য মিল্টন চাকমা ও নব সদস্য হিসেবে উত্তম চাকমা।
উক্ত সভায় উপস্থিত সকল সংবাদকর্মীগন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের কমিটি পুনঃ গঠন কল্পে ঐক্যমত পোষণ করেন। সভায় সকলের আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ সালের ২ বছর মেয়াদি মহালছড়ি প্রেস ক্লাবের কমিটি পুনঃ গঠন করা হয়।
উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ইংরেজি পত্রিকা দ্যা বাংলাদেশ টুডে ও আলোকিত পাহাড় পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দীপক সেন কে পুনরায় সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা(কলিন) কে সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মিল্টন চাকমা, পার্বত্য নিউজ ও দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিনিধি শাহাদাত হোসেনকে সিনিয়র সদস্য এবং দৈনিক শিরোমনি, দৈনিক দেশসেবা ও অনলাইন চ্যানেল ১১ প্রতিনিধি উত্তম চাকমাকে নব সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে মহালছড়ি প্রেস ক্লাবের কমিটি পুনঃ গঠন করা হয়।