ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
২১ আগস্ট ২০০৪ গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিতে।টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে (২৯ আগস্ট) মঙ্গলবার বিকেলে স্থানীয় সুতী ভিএম হাইস্কুল মাঠে বিক্ষোভ ও সমাবেশের অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
এ সময় বক্তারা বক্তব্যে বলেন ২১ আগস্ট ২০০৪ গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করে।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমিনে এর সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস (দাদুভাই), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি মো. মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, গোপালপুর উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার শিখা, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অন্যান্য নেতাকর্মীবৃন্দ।