ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে শ্রেণি ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আনিছুর রহমান। সহকারী শিক্ষক আইসিটি আলী হোসেন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি, সহাকারী শিক্ষক মাহবুবুর রহমান টেনিস বিএসসি, অভিভাবক সদস্য কামরুল ইসলামসহ শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,অভিভাবকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে সকল শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।