ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালপুরে সমাবেশ ও আলোচনা সভা সহ কেক কেটেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা বিএনপি।
(১ সেপ্টেম্বার) বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়দা বাদী গোপালপুর উপজেলা শাখার পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও নানা বাধা বিপত্তির কারণে সেখানে উপস্থিত হতে না পেরে উপজেলার আভুঙ্গী এলাকার তালুকদারের বয়েলে অবস্থান নেন বিএনপি মিছিলে আসা প্রায় ৩ হাজার নেতা কর্মী।
অপরদিকে দিকে সরকার দলীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা অবস্থান নেন থানা মোর চত্বরে দলীয় কার্যালয়ে।
বিএনপি দলীয় নেতা কর্মীদের মিছিল শহরের প্রধান সরক পদক্ষিন করার সময় দুই দলীয় নেতাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশংকা দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মিছিলে বাধা দেয় ও শহরে আশা থেকে বিরত রাখে।
বিএমপির নেতা কর্মীরা রাস্তা ত্যাগ করে উপজেলার খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল মাঠে কেক কেটে সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে।
উপজেলা বিএনপির সভাপতি প্রশাসনকে অনুরোধ করে বলেন গত কাল গুলি করা হয়েছে, ককটেল ফুটানো হয়েছে আমাদের পার্টি অফিসে এবং বিভিন্ন এলাকায়, এ ব্যপারে আপনারা ব্যবস্থা নিবেন।
বক্তারা বলেন, সরকার বিএনপিনেতাদের জুলুম-নির্যাতন করেও ক্ষান্ত হয়নি। তারা এখন বিএনপিকে সভা-সমাবেশ করতেও বাধা দিচ্ছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানিসহ হুমকি -ধমকি দিচ্ছে। কিন্তু শত নির্যাতন করেও বিএনপিকে দাবায়ে রাখা যাবে না। আগামী দিনে সরকার পতনের আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, শহব বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা, যুবদল আহবায়ক উপজেলা সাইফুল ইসলাম লেলিন পৌর যুবদলের আহবায়ক মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগআহবায়ক ও সাবেক কমিশনার উজ্জ্বল মিয়া, সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউনিয়নের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতাকর্মী বৃন্দ।