ছবিঃ চ্যানেল ১১ নিউজ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আজ ০১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় জোড়ামতল অগ্রদূত ক্লাবে সোনাইছড়ি এবং কুমিরা এলাকার সমাজকর্মীদের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের এক মতবিনিময় সভা সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি রাজু কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো.গিয়াস উদ্দিন প্রধান অতিথি সহ সভাপতি হাজী মোঃ ইউসুফ শাহ,খোরশেদ আলম,গাজী শামসুল আলম ও মঞ্জুর মোরশেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার,মফিজুর রহমান সাজ্জাদ,ধর্মীয় সম্পাদক মোঃ শাহ নেওয়াজ,আইসিটি সম্পাদক মোঃ সোহেল,সহ অর্থ সম্পাদক কাজী আলী আকবর জাসেদ প্রমুখ । মতবিনিময় সভায় প্রায় একশত জন সমাজকর্মী উপস্থিত ছিলেন ।