ছবিঃ চ্যানেল ১১ নিউজ
ইসলামপুর প্রতিনিধিঃ
ইসলামপুর কুলকান্দি মুজিব কিল্লা নির্মাণ কাজের অনিয়ম ও তদারকি দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে ছয় কোটি আটানব্বই লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা চুক্তি মূল্যে ব্যায়ে মুজিব কিল্লা নির্মাণ কাজ চলছে। মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তায়নে
জিওবি প্রকল্পের অর্থায়নে ৮৭৫ পশ্চিম মেড্ডা, ব্রাক্ষণবাড়িয়া এমএনবি-এমপিএস (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলামপুর উপজেলার কুলকান্দি হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মুজিব কিল্লা নির্মাণ কাজ করছে। কাজের বিবরণে রয়েছে, সাইড ডেভেলপমেন্ট(মাটির কাজ),স্লোপ প্রটেকশন সিসিব্লক,একটি বড় প্রাণী সম্পদ রাখার শেড,১টি তিনতলা বিশিষ্ট শেল্টার ভবন।
আয়তন ধরা হয়েছে ৭৫০০ বর্গ কিলোমিটার। কাজ শুরু হয়েছে গত জুন ২০২৩ ইং তারিখে। কাজ চলবে আগামী ৮ জুন ২০২৫ সাল পযর্ন্ত।
এলাকাবাসীর অভিযোগে গত ৪ সেপ্টেম্বর সোমবার সকালে নির্মাণ কাজ দেখতে গিয়ে সাইডে নির্মাণ কাজের তদারকি দায়িত্বে কাউকে পাওয়া যায়নি। অথচ মুজিব কিল্লা ভবনের কলম ডালাই ও পাইলিং এর ক্যাপ ভাংগা কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ মুজিব কিল্লা কাজ শুরু হতে অনিয়ম চলছে। কাজের মূল ঠিকারী প্রতিষ্ঠানের কাউকে দেখেনি এলাকাবাসী এবং নির্মাণ কাজে সঠিক তদারকির কেউ না থাকায় অনিয়ম হচ্ছে। ইতো মধ্যে কাজের অনিয়ম হওয়ার খবর পেয়ে উর্ধ্বন কর্তৃপক্ষ তদন্তে এসেছিলেন বলে জানান স্থানীয়রা।
অভিযোগ আছে যমুনা থেকে অবৈধভাবে ভাবে উত্তোলন করে মাঠ ভরাটের বালু দিয়ে ভবন নির্মাণের কাজ চলছে। এছাড়াও নিম্নমানের ইটের খোয়া ও অন্যান্য নির্মাণ ব্যবহার সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই। সাইড ডেভেলপমেন্ট মাটির কাজ ধরা থাকলেও কোন মাটি নেই সাইডে। ভিটি সহ চারিদিকে শুধু বালুর উপর চলছে কাজ।
এ ব্যাপারে মুজিব কিল্লা'র তদারকি দায়িত্বে উপ-সহকারী প্রকৌশলী মাসুম এর সাথে মুঠোফোনে কথা হয় তিনি জানান,
কাজে কোন অনিয়ম হয়নি। আমি আজ সাইডে যায়নি। আমি যেই দিন যেতে পারিনা, পিআইও অফিস থেকে লোক যায়।
এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের কারও সাথে যোগাযোগের চেষ্ঠা করে কাউকে পাওয়া যায়নি। তবে সাইডে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আব্দুল বাতেন নামে একজন ঠিকাদারের কাজের দায়িত্বে নিয়োজিত আছে বলেন, মুজিব কিল্লা নির্মাণ কাজের কোন অনিয়ম হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ সঠিক নয়। তবে
এলাকাবাসীর সচেতন মহলের দাবী, যেহেতু মুজিব কিল্লা সুবিধা এলাকাবাসী প্রাকৃতিক দুর্যোগের সময় ভোগ করবে তাই ঠিকাদার সহ প্রশাসনের প্রতি দাবী মুজিব কিল্লা নির্মাণ কাজ যেন সঠিক টেকসই হয়।